নির্বাচনী দায়িত্ব পালন করা ২১ ডিসিকে বাধ্যতামূলক অবসর
২০১৪ সালের একদলীয় ও ২০১৮ সালের নিশি রাতের ভোটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয় ডিসের দায়িত্ব পালন করা ২১ অতিরিক্ত সচিব যুগ্ন সচিব কে অবসরে পাঠানো হয়েছে।
জনপ্রসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান কিছুক্ষণের মধ্যেই এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্র জানা যায় সরকারের মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
গত সপ্তাহে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে গতকাল ৩৩ ডিসিকে ওএসডি করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ২১ ডিসির দায়িত্ব পালন করা উর্দ্ধতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হল।





