জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল ইসলাম

আগামী ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরে নির্ধারণ হলে স্থানীয় নির্বাচন আগে সম্ভব নয়। কারণ স্থানীয় নির্বাচনের জন্য একবছরের মতো সময় প্রয়োজন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে ৮৩ আসন নিয়ে ইসিতে জমা ১,৭৬০ আবেদন
তিনি বলেন, এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই বলেই উৎসাহ-উদ্দীপনার সাথে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা।
স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর সময় লাগবে জানিয়ে ইসি আনোয়ারুল আরও বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরে নির্ধারণ হলে স্থানীয় নির্বাচন আগে সম্ভব নয়।
আরও পড়ুন: চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটির কাজ চলমান রয়েছে। এ সময় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।