ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৫ | আপডেট: ৫:১৬ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটির ব্যবহার পরিহার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার (১৭ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ধর্ষণ হলো ধর্ষণ, তা ৮ বছরের শিশু বা ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধেই সংঘটিত হোক না কেন। এমন জঘন্য অপরাধকে তার যথার্থ নামে অভিহিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনও নাগরিকের ওপর কোনও ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ধর্ষণ’ শব্দটির বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

গতকাল শনিবার (১৬ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।