অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শতভাগ ব্লক থাকায় একটি রিংও পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে পর্যাবেক্ষণে রয়েছেন। আর এই তারকা ক্রিকেটারের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে সাথে সাথেই একটি এনজিওগ্রাম করা হয়। বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

এদিকে তামিমের সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডাক্তার রাজিব বলেন, একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। 

তিনি বলেন, আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণের চেষ্টা করছি।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর