কনস্টেবল প্রার্থীদের জরুরি বার্তা দিল পুলিশ সদর দপ্তর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ কনস্টেবলে নিয়োগে প্রার্থীদের প্রতারণা শিকার না হওয়ার বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েডের ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।

ফেসবুক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারো সাথে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে। কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। 

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

কেউ কোনো প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।