গ্যাস খাতের সব দেনা শোধ করল পেট্রোবাংলা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের গ্যাস খাতের যাবতীয় দেনা পরিশোধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। এতে করে আন্তর্জাতিক গ্যাস-তেল কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে আর কোনো বকেয়া পাওনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পেট্রোবাংলার মোট দেনা ছিল ৭৩৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আট হাজার ৭০২ কোটি টাকা।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, এই দেনাসহ এখন পর্যন্ত মোট তিন হাজার ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, এই দেনা পরিশোধের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় থাকলেও, তা দুই মাস আগেই সম্পন্ন হয়েছে। ফলে বিলম্ব সুদের দায় থেকে মুক্তি পেয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সুদ হিসেবে তারা ৫৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলার বা প্রায় ৬৫৪ কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করেছে।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক তেল ও গ্যাস উত্তোলন কোম্পানি যেমন শেভরন ও তাল্লো, এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেটের সরবরাহকারী এবং দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনকে ৮ হাজার কোটি টাকার ঋণ ছাড়াও মোট ১৭ হাজার ৮৫৭ কোটি টাকা (১,৪৪৫ মিলিয়ন ডলার) পরিশোধ করা হয়েছে।

ফলে, বর্তমানে এসব প্রতিষ্ঠানের কাছে আর কোনো মেয়াদোত্তীর্ণ পাওনা নেই বলেও জানায় পেট্রোবাংলা।

সংস্থাটি আশা করছে, এই আর্থিক দায়মুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রেডিট রেটিংয়ের উন্নতি হবে। পাশাপাশি স্পট মার্কেটের সরবরাহকারীদের আস্থা বাড়বে, প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কম প্রিমিয়ামে এলএনজি আমদানি সম্ভব হবে। এতে ঝুঁকিমুক্ত সরবরাহ চেইন নিশ্চিত করা যাবে।

তবে এই দেনা পরিশোধে পেট্রোবাংলাকে সহায়তা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের অনুমোদনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।