শাহবাগে ব্লকেড কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ০৯ মে ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনতা। এদিন নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণায় রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লক’ করে কর্মসূচি পালক করে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনতা।

এদিকে, কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার ( ৯ মে) সন্ধ্যার পর কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা’ বলে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। শুক্রবার বিকাল ৩টার দিকে কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সময়ে কুমিল্লার ঈদগাহ মাঠ থেকে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হন জামায়েত ইসলামী কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা। জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ অন্যান্য দল ও সংগঠনের নেতাকর্মীরা।

এসব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে সেটি আমাদের একমাত্র দাবি।

আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলের মালিবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেল ৫টায় এ কর্মসূচি শুরু হয়। ছাত্র-যুব-জনতা আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’সহ নানা স্লোগান দেন কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী বলেন, বাংলাদেশের সবকিছু মেনে নিতে পারি। আবারও রক্ত দিতে পারি। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস করার সুযোগ নাই। আমাদের যেমন পুলিশ আইন মেনে আপ্যায়ন করত, তাদেরও এখন আইন মেনে আপ্যায়ন করতে হবে। নড়াইলে গত ৮ মাসে ১৮ খুন হয়েছে। পুলিশ সুপার কী করেন? আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আমরা আপনাদের সাহায্য করে যাব। আপনারাও আমাদের সহযোগিতা করে যাবেন। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস হবে না। ইনক্লাব জিন্দাবাদ।

রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্তরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা বিএসএ সেন্টারের সামনের সড়কে তারা এ বিক্ষোভ শুরু করেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় জেলা শহরের জামে মসজিদ মোড়ের প্রধান সড়কে ‘জুলাই ঐক্য ব্যানার’ এ এই কর্মসূচি পালিত হয়।

এতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, জাতীয় নাগারিক পার্টি-এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে গণহত্যাকারী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরের তালাইমারীর বিজয় ২৪ চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেন হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির ও  ছাত্র-জনতা।

শুক্রবার বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা একটি থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির ও ছাত্র-জনতা। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।