অবৈধ সম্পদ অর্জন
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় আড়াই কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী কিসমত আরা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার (২জুন) দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
নূর মোহাম্মদ আইজিপি থাকাকালীন সময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি এসব অবৈধ অর্থ আয় করে বলে জানানো হয়েছে।
দুদক বলছে, নূর মোহাম্মদ তাঁর দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকা।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
অন্যদিকে নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগমও স্বামীর প্রভাবে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। এ সম্পদ তিনি ভোগদখলে রেখেছেন। এ অপরাধে নূর মোহাম্মদ ও তাঁর স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তাঁর স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধেও আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার সম্পদ অর্জনের করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।





