তিন দফা দাবিতে জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, যমুনা ঘেরাওয়ের হুমকি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাবেক বিডিআর সদস্যরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না হলে যমুনা ভবন ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি।”

আরও পড়ুন: ড. ইউনূসের ঘোষণাপত্র দেওয়ার বৈধতা নেই: ফরহাদ মজহার

তিনি জানান, সরকারকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে দুপুর ১২টা ৫ মিনিটে শাহবাগ থেকে যমুনা ভবনের দিকে পদযাত্রা শুরু করবেন তারা।

এর আগে গতকাল সোমবার আন্দোলনকারীরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে থেকে তাদের সচিবালয় অভিমুখে যাত্রা করার কথা থাকলেও পরিকল্পনা পরিবর্তন করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পরে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে যান এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আজকের আলটিমেটামকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবি—বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন।