আদালতে দীপু মনির হাতে তসবিহ ও অঝোরে কাঁদলেন পলক

জুলাই-আগস্ট অভ্যুত্থান-সংক্রান্ত যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিন সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় ডা. দীপু মনিকে। এ সময় তার হাতে তসবিহ দেখা যায় এবং কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে তসবিহ জপ করতে দেখা যায়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে তাকে পুনরায় হাজতখানায় নেওয়ার সময়ও তিনি তসবিহ হাতে রেখেছিলেন।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলককে। তার মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হ্যান্ডকাফ ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দার বাইরে থাকা স্বজনদের দিকে তাকিয়ে এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাকালে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডা. দীপু মনিকে।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তারা গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন।