দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম। ছবিঃ সংগৃহীত
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
খালেদ রহীম এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এবার সচিব পদে পদোন্নতির মাধ্যমে তাকে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থা দুদকে পদায়ন করা হলো। সরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ এ পদায়নকে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।