মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তার আহ্বান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের সহায়তায় অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সাহায্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, দেশের নাগরিক, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে এই সহায়তা কার্যক্রমে অংশ নিতে।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩

আরও পড়ুন: বৈষম্য বিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিল পিবিআই

ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা

এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন ১৭১ জন, যাদের অনেকেই এখনো চিকিৎসাধীন। দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের সকলে যেন এই দুর্যোগময় মুহূর্তে মানবিক ভূমিকা রাখেন এমনই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।