রোববার খুলছে না মাইলস্টোন, সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা থাকলেও, শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যেন দীর্ঘস্থায়ী না হয়, সেটিই আমাদের প্রধান অগ্রাধিকার।” 

আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ না ফেরা পর্যন্ত ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হবে না।

এর আগে, ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে এবং বহু হতাহতের ঘটনা ঘটে। পরদিন থেকে প্রতিষ্ঠানটির সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

আরও পড়ুন: সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত শিক্ষার্থীদের সহায়তায় কলেজ চত্বরে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে, যেখান থেকে প্রতিদিনের তথ্য হালনাগাদ করে জানানো হচ্ছে।