জুলাই গণ-অভ্যুত্থানের হত্যার মামলা দ্রুত নিষ্পত্তিতে কমিটি গঠন
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে সংঘটিত হত্যাসহ গুরুতর অপরাধের মামলাগুলো সুষ্ঠু ও গতিশীলভাবে নিষ্পত্তি করতে সরকার সাত সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব।
সম্প্রতি এসব মামলার কয়েকটিতে চার্জশিট দাখিল করা হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এ কমিটির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
কমিটির সদস্যরা
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নয়)
- বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়)
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী
- আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর (সদস্য-সচিব)।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটি জুলাই গণ-অভ্যুত্থানকালীন হত্যাসহ গুরুতর অপরাধের মামলার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে এবং প্রতিটি মামলার বর্তমান অবস্থা পর্যালোচনা করবে।
আরও পড়ুন: নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা
চার্জশিট দাখিলকৃত মামলাগুলোর প্রসিকিউশনে কোনো জটিলতা বা সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের জন্য সুপারিশ করবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণকে কার্যক্রমের অগ্রগতি অবহিত করা এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলোর বিচার ইতোমধ্যেই সুষ্ঠুভাবে চলছে। নতুন কমিটির কার্যকর পদক্ষেপের ফলে প্রচলিত ফৌজদারি আদালতগুলোতেও জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করছে সরকার।





