একীভূত ৫ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক চূড়ান্ত

দুর্বল পারফরম্যান্স, অনিয়ম ও খেলাপি ঋণের দায়ে একীভূত হতে যাওয়া দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে প্রশাসক নিয়োগের জন্য কর্মকর্তাদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী মাসের শুরুতেই প্রজ্ঞাপন জারি করা হবে। এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম সোশ্যাল। ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন। ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম। গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালক মকসুদুল আলম।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রশাসক নিয়োগের আগে আইনি জটিলতা পর্যালোচনা করে প্রয়োজনীয় বৈঠক সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ব্যাংকগুলো হচ্ছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। ব্যাংকগুলোর অধিকাংশ ঋণ এখন খেলাপি হওয়ায় গ্রাহকের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এর ফলে তৈরি হয়েছে তীব্র জন অসন্তোষ। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, একীভূতকরণ প্রক্রিয়ায় মোট ৩৫,২০০ কোটি টাকা খরচ হবে, যার মধ্যে সরকার দেবে ২০,২০০ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তবে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক স্বচ্ছতা।