এনবিআর সংস্কার কমিটি বিলুপ্ত করল সরকার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাগ ও সংস্কার নিয়ে সতর্কবার্তার পরপরই সংস্থার সংস্কার-বিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত করেছে সরকার। রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়।
এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) এনবিআরের সংস্কার কমিটির এক সদস্য ফরিদ উদ্দিন মন্তব্য করেন, অধ্যাদেশ অনুযায়ী সংস্থাটিকে দুটি ভাগে— রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা ভাগ করা হলে তা “জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি” তৈরি করতে পারে।
আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর
গত বছরের অক্টোবর মাসে এনবিআরের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্বনীতি উন্নয়ন, শুদ্ধাচার ও সুশাসনের কাঠামো তৈরি, নাগরিক যোগাযোগ ও অংশীজন সম্পৃক্ততার জন্য এই কমিটি গঠিত হয়েছিল। তবে সংস্থাকে দুটি ভাগে করার বিষয়টি কমিটির মূল দায়িত্বের মধ্যে ছিল না।
চলতি বছরের ১২ মে রাতেই সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে। এর পরদিন থেকেই কর্মীরা অবস্থান, কলমবিরতি ও কর্মবিরতির মতো কর্মসূচি শুরু করে।
আরও পড়ুন: বৈষম্য বিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিল পিবিআই
পরবর্তী পদক্ষেপ হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে কমিটির কার্যক্রম সমাপ্তির ঘোষণা দেয়। তবে সদস্যদের দাবি— তাদের সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি।





