ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

আদালত প্রাঙ্গণে প্রবেশের আগে দর্শনার্থী ও সাংবাদিকদের তল্লাশি করা হচ্ছে। ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা চৌকি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সংশ্লিষ্ট মামলার বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করবেন।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করাই মূল লক্ষ্য। এজন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।