হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২০ ডিসেম্বর) সংঘটিত বিক্ষোভ ও হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কূটনৈতিক এলাকার এত ভেতরে বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করেছে, তা বড় প্রশ্ন। হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে। প্রয়োজনে ভারতে আমাদের মিশন ছোট করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।”

আরও পড়ুন: ভাতা আন্দোলনের জেরে সচিবালয়ে আতঙ্ক, বরখাস্তের শঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০–২৫ জন তরুণ বিক্ষোভে অংশ নেয়। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলে। ভারতের পক্ষ দাবি করেছে, কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা ভাঙা হয়নি এবং দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব। তিনি আরও বলেন, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

উল্লেখ্য, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে রাত ৯টার দিকে উগ্র হিন্দু বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। তারা হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়।