‘ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, ভোট উৎসব হবে ইনশাআল্লাহ’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও ভোটাররা হাদির ঘটনার পর ভয় পাচ্ছে, তবে অসুবিধা নেই, ভয় কেটে যাবে। সিইসি বলেন, “চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে। আমরা আত্মবিশ্বাসী, হাল ছাড়িনি, আমরা এগিয়ে যাচ্ছি।”
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সিইসি ভোটকে উৎসব হিসেবে আখ্যায়িত করে বলেন, একদম… ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। আজকের সাংবাদিক উপস্থিতি তারই অংশ। ভিতরে দেখেছেন, কতজন মানুষ কাজ করছে, মেশিনের মতো। তারা নিজেরাই উৎসাহ অনুভব করছে, দেশের জন্য কাজ করতে পারায় আনন্দিত।
ইসির প্রতি আস্থার বিষয়ে তিনি বলেন, মানুষ আস্থায় আছেই। সময় এলে সবাই দেখবে। আমরা, দেশবাসী ও বড় রাজনৈতিক দল সবাই সুন্দর নির্বাচন চাই। কালকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমরা জাতিকে একটি বার্তা দিয়েছি, যে আমরা সবাই একসঙ্গে সুন্দর নির্বাচন চাই।
আরও পড়ুন: যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
প্রবাসী ভোট ও কয়েদিদের ভোটের ব্যবস্থা নিয়ে সিইসি বলেন, ৫৪ বছরে প্রথমবার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে যাবে। কিছু ভুল-ত্রুটি আছে, তবে প্রথমবারের প্রয়াসে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও উন্নত হবে।
পোস্টাল ব্যালটে চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, বহু ধরনের চ্যালেঞ্জ এসেছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি এবং যথাযথ সমাধান করেছি।





