ঘন কুয়াশা: ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বিঘ্ন ঘটায় নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াশার কারণে মোট আটটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে নামতে বাধ্য হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হবে।

আরও পড়ুন: বৈষম্য বিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিল পিবিআই

এদিকে বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।