দুই ভাইয়ের সঙ্গে এক নারীর বৈধ বিবাহ, তিনদিন ধরে হলো উৎসব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। ব্যাপারটা গোপনে নয়, বরং ঢাকঢোল পিটিয়ে, শত শত মানুষের উপস্থিতিতে, ঐতিহ্যবাহী উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই বিয়ে। হিমাচলের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের এই ঘটনা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

পাত্রদের নাম প্রদীপ ও কপিল নেগি। কনে সুনীতা চৌহান নিজেই জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন এবং এটি ছিল পারিবারিক সম্মতির ভিত্তিতে। “এই সম্পর্কের প্রতি সম্মান থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।

আরও পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষার্থী জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে হট্টি উপজাতির বহু পুরোনো বহুগামিতা প্রথা “জোড়িদারা” অনুসরণ করে, যা এখনো হিমাচল রাজস্ব আইনে বৈধ। বিয়ের অনুষ্ঠান চলে তিন দিন ধরে—১২ জুলাই শুরু হয়ে শেষ হয় ১৪ জুলাই।

প্রদীপ বর্তমানে সরকারি চাকরিতে আছেন, আর কপিল বিদেশে কর্মরত। কপিল জানিয়েছেন, “আমি বিদেশে থাকলেও এই বিয়ের মাধ্যমে স্ত্রীকে ভালোবাসা ও সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।”

আরও পড়ুন: হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে' প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫'

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথার পেছনে রয়েছে কৃষিজমি রক্ষা এবং পারিবারিক ঐক্য বজায় রাখার লক্ষ্য। জমির ভাগাভাগি এড়াতে বহু ভাই একসাথে একজন নারীকে বিয়ে করেন। হট্টি সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুন্দন সিং শাস্ত্রী জানান, “এটি হাজার বছর পুরোনো প্রথা, যার মূল ভিত্তি পারিবারিক স্থিতিশীলতা ও জমির অখণ্ডতা রক্ষা।”

গ্রামের প্রবীণদের মতে, এক সময় এই প্রথা ব্যাপকভাবে প্রচলিত থাকলেও বর্তমানে তা কমে এসেছে। তবে, এখনো শিল্লাই ও আশপাশের গ্রামগুলোতে এই ধরনের বিয়েকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।