নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সমর্থন ও আস্থাই তাদের শক্তি—এই আস্থা নিয়েই এনসিপি সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হওয়ার কথা থাকলেও তেমন কোনো পরিবেশ দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে দেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি ও মাসল পাওয়ারের ব্যবহার চলে আসছে। আগের ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে কঠোর অবস্থান নেওয়ার কথা, তা তারা দেখতে পাচ্ছেন না। “বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে”—এটি নির্বাচনী প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

‘জুলাই সনদ’ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, যে প্রক্রিয়াকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো দরকষাকষি করছে, তার ফলে দেশের রাজনীতি মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন তিনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে ভাগাভাগির বা সাজানো নির্বাচনে রূপ দেওয়ার চেষ্টা চললে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।