ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও গুঞ্জন চলছিল।

আরও পড়ুন: খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, মেডিকেলে ভর্তি

ঢাকা-১০ সংসদীয় আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন রাজনৈতিক দলে যোগ দেবেন—এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। কখনো এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার আলোচনা, আবার কখনো গণঅধিকার পরিষদের মাধ্যমে বিএনপি জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও উঠে আসে।

আরও পড়ুন: কারাগারে রিমান্ড প্রক্রিয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

তবে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্টভাবে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।