টাইম ম্যাগাজিনের ক্রীড়াবিদ বর্ষসেরা লিওনেল মেসি

আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত “টাইম” ম্যাগাজিন ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেট হিসেবে ঘোষণা করেছে। পেছনে ফেলেছেন দুই তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে সাময়িকীটি তাদের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মেসির নাম ঘোষণা করে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
মূলত পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যে প্রভাব সৃষ্টি করেছেন সে কারণেই তাকে বর্ষসেরা নির্বাচন করা হয়েছে।
২০২৩ সালের জুলাইতে মেসি মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন ক্লাবটিকে। তার আগমনে উজ্জীবিত হয়ে তারা প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ে।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
এক বিবৃতিতে সাময়িকীটি বলছে, “মিয়ামি যা অসম্ভব মনে করতো। মেসির আগমনে তা সবই সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ফুটবলের দেশে পরিণত করেছেন মেসি।” এরই মধ্যে মিয়ামির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন মেসি।
জুলাই মাসে প্যারিস সেন্ট জার্মেই থেকে বিদায়ের পর মিয়ামির হয়ে অভিষেক হয় ৩৬ বছর বয়সী মেসির।
বিশ্বকাপ বিজয়ী এমএলএস এই নতুন অধ্যায়ের জন্য প্রত্যাখান করেছেন সৌদি আরবের লাভজনক পদক্ষেপকেও।
যেদিন তার অভিষেক হয় সেদিন অ্যাপল নতুন করে যুক্তরাষ্ট্রভিত্তিক ১ লাখ ১০ হাজার সাবস্ক্রাইবার পায়। শতকরা হিসেবে যেটার বৃদ্ধির পরিমাণ ছিল ১৭০০%। সাবস্ক্রাইবারের সংখ্যা আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও ইউরোপেও বৃদ্ধি পায়।