বিফলে ফারজানার সেঞ্চুরি, হারলো টাইগ্রেসরা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরুষ এবং নারী ক্রিকেটে বাংলাদেশের দুজন ক্রিকেটারের দুর্দান্ত দুটি সেঞ্চুরি একই দিনে নিজ নিজ দলের পরাজয়ের মধ্য দিয়ে বিফলে গেল।

বুধবার নেলসনে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। ১৫১ বলে ১৬৯ রানের অনবদ্য একটি ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু ম্যাচ শেষে ৭ উইকেটে জয়ী স্বাগতিক নিউজিল্যান্ড। ১৬৯ রানের বিশাল স্কোরের ইনিংস খেলেও সৌম্য সরকারকে থাকতে হলো পরাজিতের দলে।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

দিনের শেষ অংশে এসে দক্ষিণ আফ্রিকা থেকে সেঞ্চুরির গৌরব অর্জন করলেন নারী ক্রিকেটার ফারজানা হক। তার খেলা ১০২ রানের ইনিংসটিও কোনো কাজে লাগলো না। স্বাগতিকদের কয়েকজনের অসাধারণ ব্যাটিংয়ের কাছে হেরে গেলো বাংলাদেশ। বিফলে গেলো ফারজানা হকের দুর্দান্ত সেঞ্চুরিটিও।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের গড়া ২২২ রানের ইনিংস ৪৫.১ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে টপকে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে প্রোটিয়া নারীরা।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

আগের ম্যাচে মুর্শিদা খাতুনের ৯১ রানের ওপর ভর করে ২৫০ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৩১ রানে অলআউট হয়ে গিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ জয় পেয়েছিল ১১৯ রানের বড় ব্যবধানে। এবার বড় ব্যবধানে হারতে হলো নারী ক্রিকেটারদের।

প্রোটিয়াদের এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা। ২৩ ডিসেম্বর তাই শেষ ম্যাচটি পরিণত হলো সিরিজ নির্ধারণী তথা ফাইনাল ম্যাচে।