গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সে.মি. উঁচু জেনে নিন কে এই ফুটবলার?

বাস্কেটবলের সাবেক তারকা থেকে এবার ফুটবলার! রাশিয়ার সাবেক এনবিএ খেলোয়াড় পাভেল পদকোলজিন নাম লিখিয়েছেন ফুটবলে। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) উচ্চতা নিয়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার। গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার উঁচু তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের খেলোয়াড়কে ঠেলে বল দখলের চেষ্টা করছেন পাভেল। পরে বল হারিয়ে ফেলার পর সেই খেলোয়াড়কে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন তিনি। অন্য এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ঢোকার সময় মাথা নিচু করতে হচ্ছে তাকে, সতীর্থরা ঘাড় উঁচিয়ে তার সঙ্গে কথা বলছিলেন।
আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ
বাস্কেটবলে পরিচিত মুখ হলেও ফুটবলে অভিজ্ঞতা ছিল না তার। এনবিএর ডালাস ম্যাভেরিকসের হয়ে খেলেছিলেন তিনি। তবে অ্যাক্রোমেগালি নামক বিরল হরমোনজনিত রোগের কারণে ক্যারিয়ার থমকে যায়। দীর্ঘ বিরতির পর ৪০ বছর বয়সে ফুটবল মাঠে ফিরলেন তিনি। গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক হয়েছে পাভেলের।
২০১৮ সালে প্রতিষ্ঠিত মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কো মূলত সেলেব্রিটি খেলোয়াড়দের নিয়ে গড়া। তবে রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতি নিয়ে পেশাদার ও অপেশাদার খেলোয়াড় একসঙ্গে অংশ নেন এই আসরে। সেই সুযোগেই মাঠে নেমে রেকর্ড গড়লেন পাভেল।
আরও পড়ুন: প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারাল নেপালকে
এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। এছাড়া ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার। জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার হলেও ৭ ফুট ৪ ইঞ্চি নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল পদকোলজিন।
কালুগার বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যাকলাইনে শুরু করেছিলেন তিনি। ১৯ মিনিট পর তাকে বদলি করা হয়। একটি কর্নার কিকে হেডের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এই দৈত্যাকার ফুটবলার। তবে তার দল আমকাল ম্যাচটি ১-০ গোলে জয় পেয়েছে।
ম্যাচ শেষে পাভেল বলেন, ‘এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’