বগুড়া দত্তবাড়ি এক যুবককে ছুরিকাঘাত

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:০৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় কালি মন্দিরের কাছে দুর্বৃত্তরা তুর্য (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে। উক্ত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তুর্য চকসুত্রাপুরের বিদ্যুতের ছেলে।

তথ্যসূত্র এবং আহত তুর্যের মা হোসনে আরা জানান যে, গত (২৬ আগস্ট) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। তিনি শহরের চকসুত্রাপুর এলাকায় বসবাস করলেও তার ছেলে স্ত্রীকে নিয়ে শহরের উকিলপাড়ায় বসবাস করে। গত মঙ্গলবার বিকালে তার সাথে দেখা করে ১২শ টাকা নিয়ে যায়। এরপর রাত পোনে ৯টার সময় এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে জানায় যে তার ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। তার ছেলেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তিনি হাসপাতালে ছুটে গিয়ে দেখেন তার ছেলের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কি কারণে কারা ছুরিকাঘাত করেছে তা তিনি জানেন না। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে তুর্যকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তুর্যের ওপর হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।