সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে মাত্র ১৫০ রানের সংগ্রহ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম বলেই ব্রেন্ডন কিং ক্যাচ দিয়েছেন, কিন্তু লিটন দাস তাকে ধরে ফেলতে পারেননি। নবম বলেই তাসকিন আহমেদের বলে মিড অফে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিং।
প্রথম কয়েক ওভারে ২৪ রান খরচ করা ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারপ্লেতে ৫০ রান করেছে। শুরুতে উইকেট হারালেও দলের নির্ধারিত জুটি, অ্যাথানেজ ও হোপ, সংগ্রহকে বড় করার পথে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ১১৪৮ ফুট উঁচু ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণ করবে সৌদি আরব
১২তম ওভারে নাসুমের বলে স্লগ–সুইপ খেলতে গিয়ে আউট হন অ্যাথানেজ। ১৩তম ওভারের পঞ্চম বলে শামীমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। হোপ খেলেন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস। পরের বলেই নাসুম রাদারফোর্ডকে ফিরিয়ে দলকে দারুণ সুবিধায় রাখেন।
ম্যাচের ১৫তম ওভারে রিশাদ বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারকে ফেরিয়ে দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন। শেষ পর্যন্ত ১৪৯ রানের সংগ্রহে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আরও পড়ুন: ১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের





