বিশ্বকাপের টিকিট দৌড়: জার্মানি–পর্তুগালের ভাগ্য নির্ভর আজকের ম্যাচে

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর মাত্র আট মাস বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ইতোমধ্যে ৩০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে, যার মধ্যে স্বাগতিক দেশ তিনটিই সরাসরি খেলবে।

এদিকে ইউরোপীয় বাছাই পর্বে উত্তেজনা এখন তুঙ্গে। বাকি মাত্র এক রাউন্ড, আর আজকের ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে কোন দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে, আর কারা প্লে-অফের কঠিন পথে যাবে।

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

গ্রুপ এ-তে আজ জার্মানির মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ—জার্মানি বনাম স্লোভাকিয়া। জার্মানি হার না মানলেই সরাসরি বিশ্বকাপে। জার্মানি হারলে স্লোভাকিয়া ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেবে।

গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে যায়, আর দ্বিতীয় দল প্লে-অফে। নর্দার্ন আয়ারল্যান্ড নেশনস লিগ চ্যাম্পিয়ন হওয়ায় আগেই প্লে-অফ নিশ্চিত করেছে, যদিও তারা গ্রুপ টেবিলের শীর্ষ দুইয়ে নেই।

আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি

পর্তুগালের সম্ভাবনা

গ্রুপ এফ-এ পর্তুগালের সামনে সরল সমীকরণ— আর্মেনিয়াকে হারালেই বিশ্বকাপ নিশ্চিত।

তবে আজ মাঠে নামছেন না নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি হাঙ্গেরি পয়েন্ট হারালে পর্তুগালের পথ আরও সহজ হবে। গ্রুপের আয়ারল্যান্ডকে প্লে-অফ নিশ্চিত করতে হলে জিততেই হবে।

সুইজারল্যান্ড (গ্রুপ বি): ড্র করলেই বিশ্বকাপে

ডেনমার্ক (গ্রুপ সি): ড্র করলেই নিশ্চিত

ফ্রান্স: আগেই নিশ্চিত

স্পেন (গ্রুপ ই): সাত গোল ব্যবধানে না হারলে বিশ্বকাপে

নেদারল্যান্ডস (গ্রুপ জি): ড্র করলেই টিকিট

ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া: আগেই যোগ্যতা অর্জন

ইতালি (গ্রুপ আই): নরওয়ের বিপক্ষে জিতলে সরাসরি; না হলে প্লে-অফ

বেলজিয়াম (গ্রুপ জে): জয় পেলে টিকিট

সুতরাং, আসন্ন ম্যাচগুলো হবে ইউরোপীয় বাছাইয়ের সবচেয়ে নির্ধারণী মুহূর্ত। জার্মানি ও পর্তুগালের স্বপ্ন আজ নির্ভর করছে তাদের মাঠের পারফরম্যান্সের উপর। ফুটবলপ্রেমীদের নজর এখন রোববারের এই দারুণ লড়াইগুলোর দিকে, যা নির্ধারণ করবে বিশ্বকাপের চূড়ান্ত চিত্র।