দেশজুড়ে তীব্র গরম, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে দিন-রাত সমানতালে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই গরম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আসবে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’।

পোস্টে বলা হয়, এটি একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টি ঘটাবে। এর ফলে দেশের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয় ‘আঁখি’ ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আরও পড়ুন: দেশে তীব্র গরম অব্যাহত, আরও কয়েকদিন স্বস্তি মিলছে না

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমের অবস্থা একইরকম থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে আরও দুটি লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবারের পর থেকে দেশের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্তমানে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, যা মৌসুমের স্বাভাবিক গড়ের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, গরমের তীব্রতা ও বৃষ্টিবলয়ের প্রভাবে আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কারণে জনসাধারণকে সতর্ক থাকতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পর্যাপ্ত পানি পান ও সূর্যরশ্মি থেকে সুরক্ষা নিতে হবে।