শার্শায় আলমগীর হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত নুরু খাঁ আটক

MIZANUR RAHMAN
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৩
(no caption)
(no caption)

যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরু খাঁ’কে (৭২) আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

গত রোববার দুপুরে খুলনার খান জাহান আলী থানার গিলাতলা এলাকার ২ নম্বর কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরু খাঁ মণিরামপুর উপজেলার বেগারীতলা টুনিয়াঘরা গ্রামের গফুর খাঁর ছেলে।

আরও পড়ুন: কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

র‌্যাব জানিয়েছেন, শার্শার শিকারপুর গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন ও নুরু খাঁ যৌথভাবে ব্যবসা করতেন। ২০০৩ সালের ১১ ডিসেম্বর নুরু খা নিহত আলমগীরকে ঝিকরগাছায় আসতে বলেন। সে মোতাবেক আলমগীর হোসেন নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান করতে না পেরে শার্শা থানায় একটি মামলা হয়। পরে খুনের অভিযোগে আদালত নুরু খাঁ’কে গত ২৫ জুলাই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং আরো ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছরের সাজা দেন। সাজা ঘোষণার সময় থেকে নুরু খাঁ পলাতক ছিলেন। গত রোববার তাকে র‌্যাব আটক করে।