কুষ্টিয়ায় বজ্রপাতে মৃত্যু ৪

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। দৌলতপুরে মাঠে কাজ করার সময় বৃষ্টি এবং বজ্রপাতে তারা মারা যান। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গড়েরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ (৬০) হোসেন এবং ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান

দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম নান্নু বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা বিকেলে মাঠে কাজ করতে ছিলো। এসময় দমকা হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আরেকটি মাঠে আরেকজন কৃষকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন । তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।