জুলাই বিপ্লবে শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৫ | আপডেট: ৮:১২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেল-এর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাত করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এসময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।

আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

জুলাই অভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডা. সজীব। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ই আগষ্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইসপাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এর আগে শহীদ ডা. সজীবের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসকদল। 

আরও পড়ুন: ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির গ্রেপ্তার

এসময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কন্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন। 

এসময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।