ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎবিহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা

Sanchoy Biswas
ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁও জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। বৈরি আবহাওয়ার কারণে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও শিক্ষার্থীরা থেমে থাকেনি। অনেক পরীক্ষাকেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা গেছে ছাত্রছাত্রীদের।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার বিভিন্ন কেন্দ্রে আজকের পরীক্ষার সময় দেখা যায়, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার গুরুত্ব এবং উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। প্রবল বৃষ্টির মধ্যেও অনেক অভিভাবক ছাতা হাতে সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার জানান, ঠাকুরগাঁও জেলায় এবার মোট ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ২৪টি, কারিগরি শিক্ষায় ৯টি এবং দাখিল শিক্ষায় ৭টি কেন্দ্র রয়েছে। সবমিলিয়ে ২২,৭২৪ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

তিনি আরও বলেন, "প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও পরীক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিদ্যুৎ না থাকলেও শিক্ষার্থীদের পরীক্ষা নিতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মোমবাতিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এদিকে, অভিভাবকদের অনেকেই জানিয়েছেন, এমন বৈরী আবহাওয়ায়ও সন্তানরা পরীক্ষায় অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। শিক্ষার্থীদের মাঝে ছিল আত্মবিশ্বাস ও আশাবাদের ছাপ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং টিম কাজ করছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছে।

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে এমন দৃঢ় মনোবল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের ঘটনাটি জেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা এবং মনোবলের জয়গান যেন ফুটে উঠেছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি কেন্দ্রে।