শেরপুরে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার
শনিবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহম্মেদ প্রমূখ।
আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
এসময় অত্র সমিতির সহ- সভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম সম্পাদক মো. হানিফ উদ্দিন, কার্যকরি সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মো. মনির আহম্মেদ, মো. আবুল কালাম কালা সহ সমিতির সর্বস্তরের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। পরে ২০২৩-২০২৪ এবং ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয়। সবশেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারির মাধ্যমে ৫০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।