‘তারেক রহমানের মেধাবী নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই’

Any Akter
জহুরুল ইসলাম জহির, ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেছেন, হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক রহমানের মেধাবী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবেই।

শনিবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে হরিণাকুণ্ডু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

এমএ মজিদ বলেন, যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাদের কোনো সুযোগ দেবে না জনগণ।

হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

সম্মেলনে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন ও হরিণাকুন্ডু পৌর মহিলা দলের সদস্য সচিব মোছা. মর্জিনা আক্তার রিতু।