টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা টাঙ্গাইলে মশাল নিয়ে ঝটিকা মিছিল করেছে।
বুধবার (১৪ মে) রাত দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা দলীয় নানা স্লোগান দেয়। এর সাথে সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির পক্ষে স্লোগান দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন
এ ঘটনা রাতেই যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা টাঙ্গাইল সদর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এদিকে বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এদিকে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সাড়ে এগারোটার দিকে মিছিল করে।
আরও পড়ুন: চানপুরে অভিযান চালিয়ে ২ মাদক কারবারি কে ইয়াবা সহ গ্রেফতার করেছে যৌথবাহিনী