২৪ ঘণ্টায় সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ লক্ষ ৭৭ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ২৮ মে ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ০৫টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৩ লক্ষ ৭৭হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাঁজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর-সাইকেল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি'র অধীনস্থ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত একটি আকস্মিক অভিযানে ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি এবং আতশবাঁজি আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপি, মাধবপুর উপজেলাধীন রাজেন্দ্রপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এ সকল আকস্মিক অভিযানে মোট ৮ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর সাইকেল আটক করা হয়। বর্ণিত অভিযানের মধ্যে গুইবিল এবং রাজেন্দ্রপুর বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে বিজিবি'র টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা মূল্য মানের ৫১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি'র চৌকস সদস্যরা এ সকল আকস্মিক অভিযান পরিচালনা করে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

তিনি বলেন,দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সদস্যরা দিনরাত টহল দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।"

তিনি আরও জানান, সীমান্ত এলাকার জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে এবং চোরাচালানরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি।

উল্লেখ্য যে, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ ০৭হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।