দারুল উলুম লিল বানাত মহিলা মাদরাসায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবিঃ সংগৃহীত
টাঙ্গাইল শহরের কলেজপাড়া আমতলা মোড়ে ফাউজে ইলাহী হাফিজিয়া মাদরাসা ও জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় দারুল উলুম লিল বানাত মহিলা মাদরাসার সেরা সাফল্য অর্জনকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় অত্র মাদরাসা থেকে দুজন ছাত্রী বোর্ড স্ট্যান্ড করার গৌরব অর্জন করেছে। তারা হলেন—দূসরী পঞ্চম শ্রেণির ছাত্রী আফিয়া ইসলাম ও আরুশী। এছাড়াও সায়মা, জাকিয়া, সুমাইয়া, মারিয়া ও তায়েবা A গ্রেডে উত্তীর্ণ হয়ে কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজা নুর মির্জা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রফিকুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেবিস্ট্যান্ড মাদরাসার শিক্ষা সচিব মুফতি রুহুল আমিন রাজী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফরিদ আহমেদ, সাংবাদিক মাসুম ফেরদৌস এবং সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এ কৃতিত্বকে আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।