সিলেট তামাবিল দিয়ে ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের তিনশো কেজি আম

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল তিনটার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে ভর্তি করে ৬০ কার্টন আম পাঠানো হয়েছে।

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যান জ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এ আম পাঠানো হয়। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক ভর্তি  আম তামাবিল স্থলবন্দর পৌঁছায়। ট্রাকে ৬০টি কার্টনে ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ সম্পন্ন করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল। আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমসের কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান রাতে বাংলাবাজার পত্রিকাকে জানান, প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারতে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের