নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২০)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার চকলেংগড়া গ্রামের বাসিন্দা ড্রাম ট্রাকচালক সোহাগ মিয়ার সঙ্গে কুড়ালিয়া গ্রামের ঝুমা আক্তারের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।
আরও পড়ুন: মামলায় নেই অগ্রগতি, সাড়ে তিন বছরেও চার্জশীট দেয়নি দুদক
শনিবার (১৯ জুলাই) নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন সোহাগ। রোববার ভোরে হঠাৎ ঝুমা আক্তারের বাবার ঘুম ভাঙে নাতনির কান্নার শব্দে। তিনি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহাগ ও ঝুমার মরদেহ দেখতে পান।
তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: ৭২ ঘন্টা আল্টিমেটাম শেষে ফের মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।