নেত্রকোনায় রেলকর্মী কাকন হত্যা
আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১৫ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা, শালদীঘাসহ ১৫ গ্রামের নারী-পুরুষ এলাকাবাসী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
মানববন্ধনে বক্তব্য রাখেন কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব, জাহাঙ্গীর আলম রুবেল, মাসুদ কবির মামুন, মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম, অধ্যক্ষ আঃ রহিমসহ অন্যরা।
বক্তারা বলেন, ১২ দিন আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হলেও ১৫ জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামিদের লোকজন কাকনের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায়
নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পূর্ব শত্রুতার জেরে গত ৫ আগস্ট দিবাগত রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম, পরিচয় বলে যান।
হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামি করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।