ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছে।
সোমবার রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর কর্নেল (অব:) জেহাদ খানের পরিকল্পনা
নিহত যুবক ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার ঝগড়া শুরু হয়। ওই ঝগড়া থামাতে গেলে আকাশ ছুরিকাঘাত করে আহত করে মোকশেদকে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ আটক ১
মোকশেদের মা পারুল বেগম বলেন, মোকশেদ তার চাচা বাচ্চু মিয়া ও চাচাতো ভাই আকাশ মিয়ার মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিল। সেখানে আকাশের ছুরিকাঘাতে মোকশেদ নিহত হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।