নরসিংদীর মেঘনা নদী থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ
নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুব্রত কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এসময় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত ১টি ছোট নৌকা জব্দ করা হয়।
ওসি সুব্রত কুমার পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর ও চড়দিঘলদী ইউনিয়নস্থ রসুলপুর ও জিৎরামপুর সীমান্তবর্তী মেঘনা নদীতে কিছুসংখ্যক জেলে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে আমার (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক মোঃ আলাউল হক, সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম, তৈয়বুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল দুপুরে রসুলপুর ও জিৎরামপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার ব্যবহৃত একটি ছোট নৌকা ও প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
তিনি আরও বলেন, নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ ধরার নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়। নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





