গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

'প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার' প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন: গোয়ালন্দে লাশ পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শামীম আহমেদ খান বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, সাক্ষরতা মানবসম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আধুনিক প্রযুক্তির এই যুগে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজকে আরও এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার সাক্ষরতার হার বৃদ্ধি ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি