নেপালে পার্লামেন্ট ভবনে আগুন, দেখামাত্র গুলির নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০৯ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেপাল। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীজুড়ে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে পার্লামেন্ট ভবন ঘিরে সংঘর্ষে রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের কাছে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে এবং সরকার দেখামাত্র গুলির নির্দেশ জারি করেছে।

আরও পড়ুন: জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, নিহত বেড়ে ১৪

এ ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্যে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অনেকে মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় আছেন।

এর আগে গত শুক্রবার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞা তরুণ প্রজন্মকে উত্তেজিত করে তোলে। এর পর থেকেই দুর্নীতি ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রাজপথে নামে জেন-জি তরুণরা।

আরও পড়ুন: নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজধানীতে সেনা মোতায়েন, নিহত ৬

স্থানীয় গণমাধ্যম জানায়, শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সংগীত গায় এবং সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয়। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

অনলাইনে প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, অনেক বিক্ষোভকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছেন। তাদের হাতে ছিল ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ এবং ‘করদাতাদের টাকা কোথায় গেল?’ লেখা প্ল্যাকার্ড।

প্রসঙ্গত, সাম্প্রতিক ইতিহাসে নেপালে তরুণ নেতৃত্বাধীন এটিই সবচেয়ে বড় ও তীব্র বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।