বিয়ের ফাঁদে ফেলে বিদেশে পাচার, কেন্দুয়ায় চীনা নাগরিক ও দালাল আটক

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৯ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক চীনা নাগরিক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা তিন তরুণীকেও উদ্ধার করা হয়।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

আটকরা হলেন, চীনের নাগরিক লি উইহাও এবং তার স্থানীয় সহযোগী মো. ফরিদুল ইসলাম।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে রয়েছেন। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

এদিকে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলপুর গ্রামের ১৮ বছর বয়সী এক তরুণী গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। সেখানে স্থানীয় দালাল ফরিদুল ইসলামের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে চীনা নাগরিক লি উইহাওয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর লি উইহাও তরুণীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং ইতিমধ্যে তার পাসপোর্টও তৈরি করা হয়। বিয়ের মাধ্যমে নারীদের বিদেশে পাচারের যথেষ্ট প্রমাণ মেলায় লি উইহাও ও ফরিদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।