সিংড়ায় মিঠুন হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেফতার

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)-কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৫। তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানে তাকে ঢাকা জেলার আশুলিয়া থেকে আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার সময় সিংড়া থানাধীন পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে মিঠুনকে হত্যা করা হয়।
আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
জানা যায়, আসামী মাহমুদুল ইসলাম নিক্সন এবং তার বড় ভাই মমিনুল ইসলাম নিশানের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত পারিবারিক ঝগড়া চলছিল। নিহত মিঠুন ছিলেন মমিনুল ইসলাম নিশানের শ্যালক।
ঘটনার দিন, পারিবারিক ঝগড়া মিমাংসার জন্য মমিনুল ইসলাম নিশান তার স্ত্রী, শাশুড়ী মোছাঃ মনিরা বেগম এবং শ্যালক মিঠুনসহ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে স্কুলের গেটের কাছে পৌঁছা মাত্রই আসামী মাহমুদুল ইসলাম নিক্সন তার সহযোগীদের নিয়ে মিঠুনকে ধারালো ডেগার (ছোরা) দিয়ে বুকের বাম পার্শ্বে এবং গলায় স্বজরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে সিংড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি
এই ঘটনায় মঙ্গলবার (২১ অক্টোবর) সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
বুধবার (২২ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।