পূজা দেখতে বেরিয়ে ‘ধর্ষণের শিকার’ ত্রিপুরা কিশোরী, আটক ৩

Sadek Ali
লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:২৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়িতে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দেয়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজনভ্যান ঘিরে ছাত্র-জনতার বিক্ষোভ, ফাঁসি দাবি

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার স্থানীয়রা ওই দুজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

আটকদের মধ্যে রনি বিকাশ ত্রিপুরা (৩২) উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার বাসিন্দা এবং অন্যজন একই এলাকার ১৭ বছরের কিশোর।

আরও পড়ুন: চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে ১৪ বছরের এক কিশোরী তার আত্মীয়ের সঙ্গে স্থানীয় কালি মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার কিশোর ও যুবক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়।”

তিনি বলেন, সন্ধ্যায় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দেয়। তবে এ ঘটনায় জড়িত আরও দুই তরুণ পলাতক আছেন।

গতকাল বুধবার  সন্ধ্যার  দিকে স্থানীয়রা ঘটনায় জড়িত রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভুক্তভোগী কিশোরীসহ আটক দুইজন পুলিশ হেফাজতে আছেন। অন্য দুইজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।