রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে সিলেটে রেল অবরোধ

Sadek Ali
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের রেলপথ সংস্কার ও উন্নয়নসহ ৮ দফা দাবিতে রেলপথে অবরোধ কর্মসূচি পালন করা হয়। 

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে অবরোধের কারণে সিলেট রেলস্টেশনে ট্রেনের যাত্রায় বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত

সিলেটের রেলপথ সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলসেবা অবহেলিত। রেললাইন জরাজীর্ণ, ট্রেনের শিডিউল বিপর্যয় নিত্যদিনের ঘটনা। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

৮ দফা দাবি হলো—সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ,আখাউড়া–সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা,আখাউড়া–সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন চালু করা, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি, সিলেট–ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার, যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

আরও পড়ুন: ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে বিএনপির নির্বাচনী জনসভা ও র‍্যালি

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, অবরোধের প্রভাব খুব একটা পড়েনি। সকালের কালনী ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দেরিতে স্টেশনে আসায় দেড়ঘন্টা দেরিতে ছেড়ে গেছে। ১২ টার জয়ন্তিকা এক্সপ্রেস একটু দেরিতে ছেড়ে যায়।